বাসক পাতার ১০ টি উপকারিতা - বাসক পাতার রস খাওয়ার নিয়ম
তাই আপনি যদি জানতে চেয়ে থাকেন বাসক পাতার ১০ টি উপকারিতা এবং বাসক পাতার রস খাওয়ার নিয়ম তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
সূচিপত্রঃ বাসক পাতার ১০ টি উপকারিতা - বাসক পাতার রস খাওয়ার নিয়ম
- বাসক পাতার ১০ টি উপকারিতা
- বাসক পাতার রস খাওয়ার নিয়ম
- বাসক পাতার অপকারিতা
- বাসক পাতার সিরাপ
- বাসক পাতার ছবি
- বাসক পাতার ঔষধি গুন
- বাসক পাতার ইংরেজি নাম
- বাসক পাতার ১০ টি উপকারিতা - বাসক পাতার রস খাওয়ার নিয়মঃ শেষ কথা
বাসক পাতার ১০ টি উপকারিতা
বিভিন্ন কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে আর সেই সকল রোগ ভালো করতে বাসক পাতার রয়েছে অনেক উপকারিতা। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা বাসক পাতার উপকারিতা গুলো। তাই আজকের পোষ্টের এই অংশ থেকে বাসক পাতার ১০ টি উপকারিতা জেনে নিন।
- কফ ভালো করে
- সর্দি কাশি ভালো করে
- উকুন প্রতিরোধ করে
- প্রসাবের জ্বালাপোড়া দূর করে
- যক্ষা প্রতিরোধ করে
- জন্ডিস ভালো করে
- ফোঁড়ার ব্যথা কমায়
- চুলকানি দূর করে
- বাতের ব্যথা কমায়
কফ ভালো করে
অনেক সময় মানুষ কফ এর সমস্যায় ভুগে থাকে বিভিন্ন কিছু করার পরেও সেটা ভালো হতে চায় না তাই আপনার যদি এই সমস্যা থাকে তাহলে আপনি বাসক পাতার রস এবং তার সাথে হালকা পরিমাণ মধু মিশিয়ে খাবেন তাহলে দেখবেন কফ ভালো হয়ে গেছে।
সর্দি কাশি ভালো করে
বিভিন্ন রকমের আবহাওয়া জনিত পরিবর্তনের কারণে সর্দি কাশি হয়ে থাকে যা
তাড়াতাড়ি ভালো হতে চায় না তাই আপনার যদি বেশ কিছুদিন ধরে সর্দি কাশি থাকে
তাহলে বাসক পাতার রস খাবেন তাহলে দেখবেন সর্দি কাশি খুব তাড়াতাড়ি ভালো হয়ে
গেছে।
উকুন প্রতিরোধ করে
আপনার মাথায় যদি অতিরিক্ত উকুন হয়ে থাকে তাহলে উকুন প্রতিরোধ করার জন্য যখন
আপনি গোসল দিবেন তার ত্রিশ মিনিট আগে বাসক পাতার রস তৈরি করে এগুলো মাথায় ভালো
হবে দিয়ে রাখবেন তাহলে দেখবেন উকুন দূর হয়ে গেছে।
প্রসাবের জ্বালাপোড়া দূর করে
অনেকের প্রসাবের পরে প্রচুর জ্বালাপোড়া করে তাই আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে বাসক পাতার ফুল সংগ্রহ করবেন এবং সেগুলো ভালোভাবে বেটে নিবেন এবং মিসরি দিয়ে খাবেন তাহলে দেখবেন প্রসাবের জ্বালাপোড়া দূর হয়ে গেছে।
আরো পড়ুনঃ কলমি শাকের ক্ষতিকর দিক - কলমি শাকের উপকারিতা
যক্ষা প্রতিরোধ করে
যক্ষা একটি মারাত্মক রোগ যদি এটাও ভালো করেন তাহলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত
রয়েছে। তাই কারো যদি যক্ষা হয়ে থাকে তাহলে সেটা ভালো করার জন্য বাসক পাতার
রস খেতে পারেন। এর মধ্যে অনেক ঔষধি গুনাগুন রয়েছে তাই এটা খেলে খুবই উপকারী
যক্ষ্মার জন্য।
জন্ডিস ভালো করে
অনেকে জন্ডিস রোগে ভুগে থাকেন বিভিন্ন কিছু করার পরেও তা ভালো হতে চাই না তাই
আপনি ঘরোয়া একটি উপায়ে বাসক পাতা ব্যবহার করে আপনার জন্ডিসের রোগ ভালো করতে
পারেন। বাসক পাতার রস খাবেন তাহলে জন্ডিস ভালো হয়ে যাবে।
ফোঁড়ার ব্যথা কমায়
অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় ফোঁড়া বের হয়ে থাকি এতে করে অনেক যন্ত্রনা হয়ে থাকে তাই ফোঁড়া যন্ত্রণা কমানোর জন্য প্রথমে বাসক পাতার পেস্ট তৈরি করে নিবেন তারপরে সেগুলো ভালোভাবে ফোঁড়ার উপর লাগাবেন।
চুলকানি দূর করে
শরীরে চুলকানি হলে অনেক অস্বস্তি বোধ লাগে বিভিন্ন কিছু করার পরেও এটা ভালো হতে
চাই না তাই আপনি চাইলে বাসক পাতা পিষে নিয়ে শরীরে যেখানে চুলকাচ্ছে সেই
জায়গাগুলোতে লাগিয়ে দিবেন তাহলে চুলকানি ভালো হয়ে যাবে।
বাতের ব্যথা কমায়
বাসক পাতা বাতের ব্যথা কমাতে অনেক উপকারী। তাই আপনার যদি বাতের ব্যথা থাকে
তাহলে সেটা ভালো করার জন্য অর্থাৎ একেবারে ভালো না হলেও কিছু সময়ের জন্য ভালো
করতে বা কমাতে বাসক পাতা ব্যবহার করতে পারেন।
বাসক পাতার রস খাওয়ার নিয়ম
অনেকে জানতে চেয়ে থাকেন বাসক পাতার রস খাওয়ার নিয়ম তাই এই অংশ আপনাদের জানাবো কিভাবে আপনারা বাসক পাতার রস খাবেন। আসলে বাসক পাতার রস খাওয়া খুবই সহজ হয়তো আপনারা অনেকেই জেনে থাকেন। তারপরও জেনে নিন।
আরো পড়ুনঃ তিন ফল খাওয়ার ১০ টি উপকারিতা - ত্বীন ফল খাওয়ার নিয়ম
বাসক পাতার রস খাওয়ার নিয়ম হল হলো প্রথমে গাছ থেকে বাসক পাতা সংগ্রহ করবেন তারপরে সেগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। এর পরিচয় গুলো পরিষ্কার কোন পাত্রে অথবা শিলপাটা দিয়ে পিষে রস বের করে দেবেন তারপরে সেগুলো রস এর সাথে হালকা পরিমাণ মধু মেশাবেন এবং তারপরে খাবেন তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
বাসক পাতার অপকারিতা
সব জিনিসের উপকারী এবং অপকারী দিক রয়েছে তাই অবশ্যই উপকারী এবং অপকারী দিকগুলো
জেনে সেই জিনিস ব্যবহার করতে হবে বা খেতে হবে। বাসক পাতার উপকারিতা থাকলেও
এটা যদি আপনি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করেন তাহলে কিছু উপকারিতা দেখা দিতে পারে
যেমন।
১। অতিরিক্ত বেশি করে বমি বমি ভাব এবং বমি হতে পারে।
২। একসাথে অতিরিক্ত পরিমাণ খেয়ে ফেললে পেটের বিভিন্ন রকম সমস্যা হতে পারে।
৩। এছাড়া গর্ভবতী মহিলারা যদি এটা খায় তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে।
এগুলো মূলত বাসক পাতার অপকারিতা। আসলে বলতে গেলে বাসক পাতার তেমন কোনো
অপকারিতা নেই। যদি আপনি পরিমাণ মতো এবং নিয়ম মেনে খান তাহলে কোন রকম ক্ষতি
হবে না। তাই সব সময় নিয়ম মেনে এবং পরিমাণ মতো খাবেন।
বাসক পাতার সিরাপ
বাসক পাতার সিরাপ বলতে বাসক পাতা থেকে যে রস বের করা হয় এবং সেগুলো রস বিভিন্ন অসুখ ভালো করতে খাওয়া হয় সেটাকেই বলা হয় বাসক পাতার সিরাপ। বাসক পাতার সিরাপ সর্দি কাশি কফ জ্বর যক্ষা ভালো করতে অনেক উপকারী।
আরো পড়ুনঃ নিম পাতার 10 টি উপকারিতা - নিম পাতার ব্যবহার
তাই যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনার নিকটস্থ বাজারে যেকোন ফার্মেসিতে গিয়ে বাসক পাতার সিরাপ এর নাম করলে দিয়ে দিবে। তবে যে কোন ওষুধ সেবন করার আগে অবশ্যই সেই ওষুধের সেবন বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।
বাসক পাতার ছবি
বাসক পাতার ১০ টি উপকারিতা এবং বাসক পাতার রস খাওয়ার নিয়ম সম্পর্ক তো জানতে পারবেন কিন্তু অনেকে এখন পর্যন্ত বাসক পাতা দেখতে কেমন হয় সেটা জানে না তাই আপনাদের জন্য এই অংশে বাসক পাতার ছবি দিয়ে দিলাম ছবিগুলো দেখলে বুঝতে পারবেন বাসক পাতা দেখতে কেমন।
বাসক পাতার ঔষধি গুন
বাসক পাতার অনেক ঔষধি গুন রয়েছে কিন্তু সেগুলো আমরা বেশিরভাগ মানুষই জানিনা। আপনি যদি বাসক পাতার ঔষধি গুন সম্পর্কে জানেন তাহলে অবাক হবেন। আসুন জেনে নেওয়া যাক বাসক পাতার ঔষধি গুণগুলো।
-
শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা প্রতিরোধ করে
- অতিরিক্ত কাশি ভালো করে
- সর্দি ভালো করে
- জ্বর নিরাময় করে
- কৃমিনাশক হিসেবে কাজ করেন
- জন্ডিস ভালো করে
- বাতের ব্যথা কমায়
-
শ্বাসনালীর প্রদাহ জনিত সমস্যা দূর করে
- যক্ষা ভালো করে
- ব্রণ ভালো করে
- সৌন্দর্য বৃদ্ধি করে
- খিচুনি রোগ ভালো করে
বাসক পাতার ইংরেজি নাম
বাসক পাতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন কিন্তু অনেকে জানেন না বাসক পাতার ইংরেজি নাম। বাসক পাতার ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম রয়েছে বাসক পাতার ইংরেজি হলোঃ Vasaka, Malabar Nut Tree এবং বাসক পাতার বৈজ্ঞানিক নামঃ Justicia Adhatoda.
বাসক পাতার ১০ টি উপকারিতা - বাসক পাতার রস খাওয়ার নিয়মঃ শেষ কথা
প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন বাসক পাতার ১০ টি উপকারিতা এবং বাসক পাতার রস খাওয়ার নিয়ম সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। তো এগুলো বিষয়ে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url